মঙ্গলবার, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

উলিপুরে বৃদ্ধার জমি জবর দখলের চেষ্টার অভিযোগ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে প্রতিহিংসায় ও অসহায়ত্বের সুযোগে জোরপূর্বক বসতভিটার বাশঝার থেকে বাশ কেটে জমি জবর দখলের অভিযোগ উঠেছে একই এলাকার চাঁন মিয়া, শাহাবুদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনেফড়া গ্রামে।
এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধার ছেলে বাদী হয়ে উলিপুর থানায় অভিযোগ দিয়েছন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী বৃদ্ধা খোতেজা বেগম তার নিজ নামীয় জমি দাগ নং ৭৪৭ খতিয়ান নং ২৭৭_এর মোট পরিমাণ পনে চার(৩.৭৫৬) শতক বসত বাড়িতে একাই বাস করিয়া আসতেছেন, এদিকে স্থানীয় চাঁন মিয়া ও তার সঙ্গীয় দের নিয়ে প্রাই দুস্ত ও অসহায় বৃদ্ধার বসতবাড়ি এলাকার সুপারি গাছ সহ বাশ ঝাড় থেকে বাশ কেটে নিয়ে যেতেন ।
ঘটনার দিন চাঁন নিয়া শাহাব উদ্দিন তার সঙ্গী ও লোকজন নিয়ে বিকেল (চারটার সময়) দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বসতভিটা জবরদখল করে নেয় । এ ব্যাপারে বৃদ্ধা খতেজা বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ।
এ ব্যাপারে খোতেজার সাথে কথা বললে তিনি কান্নায় ভেঙে পড়েন, একপর্যায়ে চিৎকার করে বলতে থাকেন, তোমরা কি জানবার আচ্ছেন আমার কিছুই রইল না, চাঁদের লোকজন এসে আমার বসত ভিটা কেড়ে নিয়েছে । আমার সন্তানরা ঢাকায় থাকে, আমাকে গাছ তলায় থাকতে হবে, বৃদ্ধা মায়ের এমন আহাজারীতে বাতাস ভারী হয়ে আসে ।
ভুক্তভোগী খোতেজার বড় ছেলে আজিজুল হক জানান, থানায় অভিযোগ দেওয়ায় আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে, ভূমি দস্যু চানমিয়া ও শাহাব উদ্দিন।
এ বিষয়ে অভিযুক্তরা বলেন, ওনারা যদি আমাদের কাছ থেকে জমি পান তাহলে আমিন এনে মেপে নিবে। জমি পেলে জমি দিব। আমাদের জায়গায় ওদের সুপারি গাছ পরছে সেজন্য তুলে দিয়েছি।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ