
মো. সেলিম খান, (উল্লাপাড়া)সিরাজগঞ্জ : ঢাকা-পাবনা মহাসড়কে বোয়ালিয়া-পূর্ব দেলুয়ার মাঝামাঝি স্থান থেকে এক লিচু ব্যবসায়ীর মরদেহ গত মঙ্গলবার গভীর রাতে উদ্ধার করেন পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ হেলাল শেখ নামে অপর এক লিচু ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
পরদিন সকালে বুধবার সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম। পুলিশের ভাষ্যমতে তাদেরকে চলন্ত ট্রাক থেকে হাত-পা বেঁধে ফেলে দেওয়া হয়েছিল।
উল্লেখিত ঘটনার সূত্র ধরে ৬ জনকে আটক করেছেন র্যাব ১২ সদর দপ্তরের একটি অভিযানিক দল। আজ শুক্রবার গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন, র্যাব ১২ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন।
উপস্থিত গণমাধ্যম কর্মীদের তিনি বলেন – গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ২ টার দিকে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্তর এলাকায় অভিযান চালিয়ে ফল ব্যবসায়ী হত্যাকাণ্ডের সাথে জড়িত ৬ জনকে আটক করেন র্যাবের গোয়েন্দা শাখার একটি দল।
আটকৃতরা হলেন- নাটোর জেলার সাতুরিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে সাইদুর রহমান (২৮),গাজীপুর গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে মোঃ আজিজুল হক (৪৮), কাঠালবাড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মোজাম্মেল হক (৪৫),বড় বাড়িয়া গ্রামের সামছু মিয়ার ছেলে মতিউর রহমান (৪৩), ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বিটিবাড়ী গ্রামের আলী হোসেনের ছেলে উজ্জল হোসেন (৩৪) ও টাঙ্গাইল জেলার মধুপুর থানার কুটিবাড়ী চাঁনপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে সুজন মিয়া (২৯)৷
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত আসামিদের জেলার উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তরের করা হবে বলে নিশ্চিত করা হবে বলে এ সময় উল্লেখ করেন তিনি।