শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

উৎসবমুখর পরিবেশে গাকৃবির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার: শ্রেষ্ঠত্বের উল্লাস, গর্বের পথনেতৃত্ব ২০২৫’-প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

নানা আয়োজনে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ১৯৯৮ সালের এই দিনে ইনস্টিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার (ইপসা) থেকে দেশের ১৩তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে গাকৃবি।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন।

সকাল ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন ৩৬ জুলাই চত্বর থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও মাঠ কর্মীদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, যা ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় একই চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। এতে বক্তব্য রাখেন জিকেএম মোস্তাফিজুর রহমান, প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ ও রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা।

বক্তারা গাকৃবির বর্তমান অগ্রযাত্রা, অর্জন ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাকৃবি এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। ২৮ বছরের অর্জনের ভিত্তি আজ আরও সুদৃঢ়। আমাদের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেশের কৃষি শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক মানদণ্ড তৈরি করবো।’

অনুষ্ঠানের প্রথম পর্বে ‘ক্যাম্পাস মোমেন্টাম’ শিরোনামের অনলাইন ফটোগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ