মো. বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী : আলোকিত সমাজ ও মানুষ গড়ে তুলতে নোয়াখালীর সদর উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৪ কৃতকার্য শিক্ষার্থীদের কে সংবর্ধনা দেওয়া হয়।
সোমবার বিকেলে উপজেলার মতিপুর মডেল হাই স্কুলে দুর্বার ক্লাব ও গণ পাঠাগারের পক্ষ থেকে ৩২জন কৃতকার্য শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দুর্বার ক্লাব ও গণ পাঠাগারের সভাপতি মো. নুর হোসেন রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজগর হোসেনের সন্ধালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত, লন্ডন প্রবাসী আবু তাহের শাহজাহান, বিশিষ্ট সমাজ সেবক মোস্তাফিজুর রহমান।
আরো বক্তব্য রাখেন দুর্বার ক্লাব ও গণপাঠাগারের উপদেষ্টা রুহুল আমিন হক, মতিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবুল হোসেন সেলিম, সংগঠনের উপদেষ্টা জান্নাতুন নাহার, নোয়াখালী ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল ইসলাম শহিদ, ইউপি সদস্য আলমগীর হোসেন আলন, সংগঠনের সাবেক আহ্বায়ক আবদুর রহিম মনু, সাবেক যুগ্ন আহ্বায়ক ফয়েজ উল্যাহ, ইতালি প্রবাসী ফজলুর রহমান মামুন, মতিপুর মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুর রহিম বিজয় প্রমুখ।
এ সমস্ত উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান ব্যক্তি সামাজিক ও দুর্বার ক্লাব ও গণ পাঠাগারের সদস্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের সুশিক্ষা শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে এবং আলোকিত সমাজ গঠনের শপথ নেয় ।