বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারের পোকখালী ইউপির দায়িত্বে শিক্ষা কর্মকর্তা

মোঃ ওসমান গনি ইলি, কক্সবাজার: প্রশাসনিক স্থবিরতা দূর করে স্থানীয় সেবা কার্যক্রমকে গতিশীল রাখতে পোকখালী ইউনিয়ন পরিষদের দায়িত্ব অস্থায়ীভাবে তুলে দেওয়া হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ভূঁইয়ার হাতে।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখা ও জনসেবামুখী কার্যক্রমে গতিশীলতা আনতে ঈদগাঁও উপজেলার ১২নং পোকখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্ব অর্পণ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোঃ আর মান্নান স্বাক্ষরিত ১০ নভেম্বর ২০২৫ তারিখের অফিস আদেশে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ভূঁইয়াকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১০১ ও ১০২ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নির্দেশনায় বলা হয় পোকখালী ইউনিয়ন পরিষদের সার্বিক প্রশাসনিক দায়িত্ব, জনসেবার তদারকি, সেবা প্রদান ব্যবস্থার স্থিতিশীলতা ও নিয়মিত কার্যক্রম নিশ্চিত করতে তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসনের মতে, ইউনিয়নের চলমান কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যেই এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউনিয়ন পরিষদের সব নিত্যপ্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন এবং প্রয়োজনে দিকনির্দেশনা প্রদান করবেন। একই অফিস আদেশে চকরিয়া উপজেলার ৪নং বদরখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কাওসারকে। স্থানীয় পরিষদের শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে তাকেও একইভাবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ