সোমবার, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কমিশনের কাছে সব প্রার্থীই সমান : আহসান হাবিব খান

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ভোটের মাঠে সবল, দুর্বল বলে কিছু নেই কমিশনের কাছে সব প্রার্থীই সমান। ভোটে কারচুপি হলে সেই ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হবে। তদন্ত সাপেক্ষে ওই কেন্দ্রের কর্মকর্তাদের বহিস্কার করা হবে। 
তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু করতে বর্তমান নির্বাচন কমিশন জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। কাউকে ছাড় দেয়া হবে না। সে যত শক্তিশালীই হোক না কেন আর দুর্বলই হোক না কেন, সবাই কমিশনের কাছে সমান। আচরণবিধি লঙ্ঘন হলে পত্র দেওয়া হবে, পত্রে কাজ না হলে এ্যাকশন, এমনকি বেশি সহিংসতা করলে প্রার্থিতাও বাতিল হতে পারে।’
আজ মঙ্গলবার কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।  
সাংবাদিকদের বিষয়ে তিনি বলেন, ‘সাংবাদিকদের কাজের পরিবেশ বজায় রাখতে যা যা করার সবই করা হয়েছে। আর ভোটারদের বাড়ি থেকে কেন্দ্রে এনে সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান করার সব ব্যবস্থা কমিশন গ্রহণ করেছে।’ 
এ সময় রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এ এইস এম আব্দুর রকিব, সংসদ সদস্য প্রার্থী ও তাদের প্রতিনিধি এবং বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ