শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কসবায় ধান কাটা উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত

মো. ছাইদুল্লাহ, কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিসের প্রদর্শনীতে ব্রি-১০৩ ধানের বাম্পার ফলনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে কসবা পৌরসভার গুরুহিত এলাকায় পার্টনার প্রকল্পের আওতায় এই প্রদর্শনীতে নতুন জাতের এই ধান কাটা উপলক্ষে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। নতুন জাতের এই ব্রি-১০৩ ধান চলতি আমন মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ব্লকে প্রায় ২০ একর জমিতে প্রদর্শনী হিসেবে চাষ করে উপজেলা কৃষি অফিস। পৌর এলাকার গুরুহিত গ্রামের কৃষাণী জাহেদা বেগমের এক একর জমিতে এই ধান কাটার মাধ্যমে উদ্ভোধন করা হয় এই প্রদর্শনী। কৃষি অফিসের তথ্যমতে এই ধান বিঘা প্রতি ১৯ মন ও হেক্টর প্রতি ৭৫.৫৪ টন ফলন হয়েছে। নতুন জাতের বাম্পার ফলনে খুশি কৃষক।

কুমিল্লা আঞ্চলিক কার্যালয় চিফ সাইন্টিফিক অফিসার মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উপ-পরিচালক সুশাস্ত সাহা।

বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম ও এসএসও ব্রি, কুমিল্লা মো. মামুনুর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চলনায় করেন ব্রি-কুমিল্লা অঞ্চলের এসএসও একেএম সালাহউদ্দিন। এসময় কৃষি উপসহকারী কর্মকর্তা ও কৃষক-কৃষানী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ