কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম ব্যুরো: ‘বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ার সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আজ বেলা ৩টায় বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
এ সময় যুবদল সভাপতি বলেন, এখন বিএনপিতে কোনো নতুন অরাজনৈতিক ব্যক্তি ও অন্য রাজনৈতিক দলের নেতাকর্মী যোগদান করানো যাবে না। করা যাবে না দলের নাম ব্যবহার করে কোনো অপরাধ। যদি প্রমাণ পাওয়া যায় তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। আমাদেরকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তাই অপেক্ষা করতে হবে। দল গোছাতে মনোযোগ দিতে হবে। কারো উপর প্রতিহিংসা করা যাবে না। একসাথে থাকতে হবে।
তিনি আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনার আশে-পাশে কেউ অন্যায়-অবিচারের শিকার হলে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। তাকে সহযোগিতা করতে হবে।