সোমবার, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ড্রাইভার নিয়োগে অনিয়ম

রকিবুজ্জামান, মাদারীপুর : মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের মাধ্যমে গনেশ মন্ডল-(২৬) নামে এক যুবককে ড্রাইভার পদে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিয়োগকৃত গনেশ মন্ডল গাড়ী ভালোভাবে চালাতে না পারলেও ড্রাইভার পদে নিয়োগ দেয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় সচেতন মহলের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

গনেশ মন্ডল মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ভ্যান্নাবাড়ি গ্রামের রবি মন্ডলের ছেলে।

এদিকে নিয়োগপ্রাপ্ত গনেশ মন্ডল কিছুই পারেনা বলে দাবী করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.কে.এম শিবলী রহমান।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ড্রাইভার পদে নিয়োগের জন্য আহবান করলে দক্ষ ড্রাইভারসহ বেশ কয়েকজন পরিক্ষায় অংশ গ্রহন করেন। কিন্তু পরিক্ষায় অংশগ্রহনকারী দক্ষ ড্রাইভারদের ওই পদে নিয়োগ না দিয়ে অনিয়মের মাধ্যমে নিয়োগ বোর্ডের সদস্যরা নামে মাত্র গাড়ী চালাক গনেশ মন্ডলকে গত ২৩ মে ড্রাইভার পদে নিয়োগ প্রদান করেন। এদিকে গাড়ি চালাতে না পারা ঐ চালকের নিয়োগ বাতিল করে দক্ষ গাড়ি চালককে ড্রাইভার পদে নিয়োগ দেয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা।

নিজের অদক্ষতা স্বীকার করেছেন ঐ যুবক নিজেও। নিয়োগপ্রাপ্ত গনেশ মন্ডল বলেন, আমি হাইওয়েতে সেইভাবে গাড়ী চালাতে পারি না। তবে ধীরে ধীরে শিখতেছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস কে এম শিবলী রহমান বলেন, ড্রাইভার নিয়োগ দিয়েছে সিভিল সার্জন অফিস। তবে নিয়োগপ্রাপ্ত গনেশ মন্ডল কিছুই পারে না। আমরা তাকে শিখাচ্ছি।

এ ব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, নিয়োগের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ