বৃহস্পতিবার, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে বজ্রপাত প্রতিরোধে তালের চারা রোপণ

মো. হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বজ্রপাত প্রতিরোধে তারের চারা রোপণ করা হয়। প্রধানমন্ত্রীর ঘোষণা ‘এক ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে’ এর সফল বাস্তবায়ন ও বজ্রপাত প্রতিরোধে কাকিনা হতে তুষভান্ডার পর্যন্ত রাস্তার দুই ধারে পতিত জায়গায় তালের চারা রোপণ করেছে কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস।

যশোর হতে তালের চারা সংগ্রহ করে রাস্তার দুই ধারে রোপন করেছি। এটা চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন রাস্তায় কৃষি অফিসের পক্ষ হতে রোপণ করা হবে।

রাস্তায় তালের চারা রোপণকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান দেব দাস রায় বাবুল, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, ও সাংবাদিকসহ আরো অনেকে।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি, বলেন সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বজ্রপাত প্রতিরোধে সকলে বাড়ির আশে পাশে তালের চারা রোপন করি এবং চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন রাস্তায় কৃষি অফিসের পক্ষ হতে রোপণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ