বৃহস্পতিবার, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিছু পুলিশের জন্য সুনাম নষ্ট হয়েছে: পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 269.15842; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

আহসান হাবিব রুবেল, ফরিদপুর (পাবনা): ফরিদপুর থানার হল রুমে মঙ্গলবার সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বর্তমান আইনশৃঙ্খলা বজায় রাখতে ও পুলিশের মনোবল বৃদ্ধি লক্ষে মতবিনিময় সভায় আয়োজন করেন।

পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ। সকল পুলিশ খারাপ ছিল না। কিছু পুলিশের জন্য পুলিশের সুনাম নষ্ট হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল এএসপি মো. হাবিবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মো. মির্জা বাসেদ ও সদস্য বৃন্দ।

বনওয়ারী নগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ বাচ্চুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাফিনুর রহমানসহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী দুর্গাপূজায় মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান। অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের সম্পর্কে থানায় অভিযোগ দিলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান ।

ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমানের সবাই প্রশংসা করেন ৫ আগস্ট এর আগে যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য।

সমাপনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, বিগত দিনের মতো রাজনীতি করার জন্য হয়রানির জন্য কেস না করার জন্য নিরুৎসাহিত করা হয়। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে মামলা করা জন্য আহ্বান করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ