মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামের রাজারহাটে “জাগো বাহে তিস্তা বাঁচাই” জনসভা অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (0.38055557, 0.5515625);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 29;
শাহদাৎ হোসেন লাল, কুড়িগ্রাম: তিস্তা নদীর খনন কাজ করে তিস্তা পাড়বাসীকে রক্ষার জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে (২৫ জানুয়ারি) শনিবার সন্ধায় এক জনসভা সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে জাগো বাহে তিস্তা বাঁচাই শিরোনামে এ জনসভা অনুষ্ঠিত হয়। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি সরকারের কাছে তুলে ধরার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এবং আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুই দিনের জন্য তিস্তায় অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। এ অবস্থান কর্মসূচিতে তিস্তা পাড়ের দুই প্রান্তে লক্ষাধিক মানুষের সমাগমের আয়োজন করা হবে।
তিস্তা নদীকেন্দ্রিক রংপুর,গাইবান্ধা,কুড়িগ্রাম,নীলফামারি ও লালমনিরহাট জেলার জনসাধারণকে এতে অংশ নেওয়ার উদ্যোগ নেয়া হয়। এ আন্দোলনে সকলকে অংশ নেওয়ার জন্য নানারকম প্রচারণামূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে।
আজকের জনসভায় কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,কুড়িগ্রাম জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু,কুড়িগ্রাম জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব,কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ সহ অনেকেই। সভায় কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা-উপজেলার বিএনপির নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নাগরিকগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ