
আবু শামা, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত ও আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ছেলেদের হলের মধ্যে বঙ্গবন্ধু, নজরুল ও দত্ত হলের শিক্ষার্থীরা আজ রোববার সন্ধ্যা ৬টার মধ্যে এবং মেয়েদের নবাব ফয়জুন্নেসা ও শেখ হাসিনা হলের শিক্ষার্থীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হল বন্ধ থাকবে।
রোববার উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈনের সভাপতিত্বে একটি জরুরি ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। এতে উপ-উপাচার্য, ট্রেজারার, হলের প্রাধাক্ষ্য ও প্রক্টর যোগদান করেন। সভা শেষে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব পরিবহন ব্যতীত অন্য সব ধরনের পরিবহন ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।