
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফিলিস্তিনের রাষ্ট্রের সমর্থনে ‘স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন ‘ ব্যানারে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার সকালে কুরআন তেলাওয়াতের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ‘ওয়ান উম্মাহ, ওয়ান বডি’ ‘রিজেক্ট টু স্টেট সলিউশন’ ‘নো ইউএন, নো টু স্টেট সলিউশন’ প্ল্যাকার্ড হাতে অবস্থান করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী রাসেল মিঞা বলেন, ‘হয়তো আমাদের ওখানে গিয়ে যুদ্ধ করা সম্ভব না, টাকা দিয়ে অনেক কিছু সম্ভব না, কিন্তু মানসিক দায়বদ্ধতা থাকা এটাই অনেক বড় বিষয়। আমরা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করব। সোশ্যাল মিডিয়া কিছুই না, আবার অনেক কিছু। আমরা আমাদের জায়গা থেকে যা যা করতে পারি করছি এবং করবো। আল্লাহ ফিলিস্তিনিদের ওপর রহমত দান করুক।’
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, ‘আমাদের কি এই জায়গায় কিছু করার নেই? যখন দেখি আমাদের মা-বোনরা নির্যাতনের, গণহত্যার শিকার হচ্ছে। হাশরের ময়দানে যখন ঐ ফিলিস্তিনি শিশুরা বলবে আল্লাহ এই উম্মাহ আমাদের পরিত্যাগ করেছিল। যখন আমাদের নিজ চোখ, নিজ হাত, নিজ পা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে এই ব্যাক্তি এই দেহ নিয়ে কিছুই করে নি। আমাদের কি আসলে কিছু করার নেই? আমরা কোক স্টুডিওর কন্সার্টে বুঁদ হয়ে থাকি। আমাদের অবশ্যই অনেক কিছু করার আছে। কিন্তু আমরা ভাবি না। আমাদের প্রতিটি মেসেজ, প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ ফিলিস্তিনদের মুক্তির জন্য কাজে আসবে ইনশাআল্লাহ। মুসলিম সৈনিকেরা মুসলিম সেনাবাহিনীর অংশ যারা বিশ্ব জুড়ে রয়েছেন, আপনারা এগিয়ে আসুন।’