রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে সুইডেন এল্যামনাই নেটওয়ার্কের পরিবেশ বিষয়ক সেমিনার 

আবু শামা, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘প্লাস্টিক না বলুন’ স্লোগানকে সামনে রেখে সকল ডিপার্টমেন্টের সি আরদের নিয়ে সুইডেন এল্যামনাই নেটওয়ার্ক  ইনস্টিটিউট ও আই-কিউ-সির উদ্যোগে পরিবেশ সচেতন বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। 

মঙ্গলবার ১০ (জানুয়ারি) বিকাল ২.৩০ ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনারের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল মঈন বলেন, ময়লা আমাদের পরিবেশ নষ্ট করে। আমরা পরিবেশ রক্ষা করতে হলে ময়লা নিদিষ্ট স্থানে ফেলতে হবে। এতে পরিবেশ ভালো থাকবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভালো রাখতে আমরা বিভিন্ন জায়গায় ডাস্টবিন স্থাপন করেছি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, পৃথিবীতে মানুষ আসার আগে ও অনেক প্রাণী ছিল। মানুষের পৃথিবীতে মানুষের বয়স প্রায় দশ হাজার বছর। ময়লা সাগরে বর্জ্য ফেলার কারণে কচ্ছপ সহ বিভিন্ন প্রজাতি হুমকির সম্মুখীন হচ্ছে। একজন ভালো হচ্ছেন তিনি যার হাত ও মুখ থেকে অন্য একজন মানুষ নিরাপদ থাকে। 

তিনি আরও বলেন, উন্নত দেশ গড়তে হলে প্লাস্টিক ব্যবহার বর্জন করতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড.আসাদুজ্জামান বলেন, আমাদের জীবনকে খুব সংক্ষিপ্ত করে ফেলছি, ভারী জিনিস বাদ দেওয়ার জন্য আমরা প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি করতেছি। কিন্তু এটা পরিবেশের ক্ষতি করতেছে। এছাড়াও তিনি পরিবেশ সংক্রান্ত বিভিন্ন স্লাইড নিয়ে শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করেন। 

আই-কিউসির পরিচালক রশিদুল ইসলাম শেখ বলেন, আমরা যখন বিদেশে যায় তখন ময়লা হাতে নিয়ে অনেক জায়গা পর্যন্ত হেঁটে থাকি কিন্তু বাংলাদেশ ক্ষেত্রে এই ধরনের কোন কাজ দেখি না। আমরা যেখানে সেখানে ময়লা ফেলি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও পরিবেশের সচেতন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জায়গায় ডাস্টবিন স্থাপন করেছে। আমি আশা করি এই সেমিনার শিক্ষার্থীদের পরিবেশ সচেতনল আরও অনুপ্রাণিত করবে।

এল্যামনাই এসোসিয়েশনের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল রউফ মামুন  বলেন, আমরা বক্তব্য দি আবার বক্তব্য ও দি কিন্তু আমরা আমল করি না।এই দেশ সুডেনের না, এই দেশ আমাদের তা রক্ষার দায়িত্ব ও আমাদের। এই দেশকে রক্ষার জন্য প্লাস্টিক নিদিষ্ট স্থানে ফেলতে হবে। আসুন আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে  প্লাস্টিককে না বলি। এবং পাটের জিনিস ব্যবহার করি।

উল্লেখ্য, সেমিনারে বিভিন্ন ফ্যাকল্টির ডিন, চেয়ারম্যান শিক্ষার্থীর উপস্থিত ছিলেন। এবং সেমিনার শেষে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসের আশেপাশে পরিস্কার অভিযান পরিচালনা করা হয়। 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ