মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ জন

শাহ ইমরান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর বিসিক এলাকার জলা থেকে ১৪টি ককটেল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং ২০০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) কুমিল্লা জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।

গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বিসিক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো কামরান হোসেনের নেতৃত্বে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মোঃ হানিফ সরকারসহ কোতোয়ালি থানার পুলিশ এবং কান্দিরপাড় ফাঁড়ির পুলিশ উপস্থিত থেকে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপার বলেন,গ্রেফতারকৃতরা হলেন, বাগিচাগাঁও নতুন চৌধুরী পাড়া এলাকার মৃত নারায়ণ চক্রবর্তীর ছেলে নয়ন চক্রবর্তী, অশোকতলা বিসিক শিল্পনগরীর তাহের মিয়ার ছেলে রবিউল হোসেন, অশোকতলার আনোয়ার হোসেনের ছেলে ইয়াছিন হোসেন মাসুম (২৪) ও দৌলতপুর কলোনীর জাকির হোসেনের ছেলে গোলাম হোসেন সজীব (২২)।

তিনি আরও বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর বিসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা নয়ন বন্ডের নেতৃত্বে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল।

গ্রেফতারকৃতদের মধ্যে নয়ন চক্রবর্তীর নামে ১টি এবং ইয়াছিন হোসেন মাসুমের নামে পূর্বের ৩ টি মামলা আছে। আসামীদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *