বৃহস্পতিবার, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লায় বিজিবির ধানের চারা বিতরণ

শাহ ইমরান, কুমিল্লা: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ব্যবস্থাপনায় দায়িত্বপূর্ণ বিবিরবাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫ টায় ১০ বিজিবির বিবিরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম করা হয়।

এসময়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০ জন কৃষকদের মাঝে ৩৫০০ আটি ইরি- ২২ জাতের ধানের চারা বিতরণ করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন(১০বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লা জেলার কোতয়ালী সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষিখাত, আবাদি জমি ও ধানের বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও সহযোগিতার অংশ হিসেবে এই সামান্য সহযোগিতা করা হয়েছে।

এর আগে বিজিবির পক্ষ থেকে বন্যার্তদের উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে ও আমরা ত্রাণ বিতরণ করেছি। বন্যায় ক্ষতিগ্রস্তরা যাত ঘুরে দাঁড়াতে পারে সেজন্যই আমাদের এই উদ্যোগ। এছাড়াও, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিষয়েও আমরা যথেষ্ট সচেতন রয়েছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *