
শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতি বিনিময় করেছেন পদোন্নতি প্রাপ্ত জেলা প্রশাসক মো. কামরুল হাসান ।
বুধবার (৭ ডিসেম্বর ) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পদোন্নতি প্রাপ্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (পদোন্নতি প্রাপ্ত) মো. কামরুল হাসান।
বিদায়ী জেলা প্রশাসক (পদোন্নতি প্রাপ্ত) এর জীবন দর্শনে জেলার প্রশাসনিক দিকনির্দেশনা, দায়িত্ববোধ, কর্মতৎপরতা, ন্যায় পরায়নতা, সততা ও স্বচ্ছতা নিশ্চিতে উন্নয়নের ধারাবাহিকতার ওপর আলোচনা করা হয়।
এসময় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম খান, আদর্শ সদর ইউএনও কানিজ ফাতেমা, সদর দক্ষিণ ইউএনও শুভাশিস ঘোষ, প্রবীণ সাংবাদিক আবুল হাসনাত বাবুল, প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান, সাংবাদিক খায়রুল আহসান মানিক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদ মোহাম্মদ পারভেজ, গোলাম কিবরিয়া, নজরুল ইসলাম দুলাল, মোতাহের হোসেন মাহাবুব, গাজীউল হক, দেলোয়ার হোসাইন আকাইদ সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কুমিল্লায় জেলা প্রশাসক হিসেবে ৬৩৬ দিন দায়িত্ব পালন করেছেন মোঃকামরুল হাসান। এখন পদোন্নতি পেয়ে বদলি হয়ে মন্ত্রীপরিষদ বিভাগে যুগ্মসচিব পদে যোগদান করবেন তিনি।
কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে জনপ্রশাসন পদক, শেখ রাসেল ডিজিটাল এক্সিলেন্স পদক, প্রথমিক শিক্ষায় জেলার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি, জন্ম মৃত্যু নিবন্ধনের বিভাগীয় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেছেন।