সোমবার, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লা গোয়েন্দা শাখা ডিবি অভিযানে  চোরাই মালামাল চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার

শাহ ইমরান,কুমিল্লা জেলা প্রতিনিধি :১৮/১২/২০২৩(রবিবার) জনৈক আবুল খায়ের মোঃ মাহবুব পারভেজ (৫৬) এবং হাসনা বেগম (৪১) বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় দুইটি পৃথক চুরির অভিযোগ দায়ের করলে কোতয়ালী মডেল থানায় ২টি মামলা রুজু হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন চাঙ্গীনি কোটবাড়ী পুলিশ ফাঁড়ি সংলগ্ন মনিরের বাড়ী হতে মনিরকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে চোরাইকৃত ১টি এলইডি সনি টিভি এবং একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন উদ্ধার করে। মনির (৩৭)’কে জিজ্ঞাসাবাদে তার সহযোগী সোহেল, সুমন এর নাম প্রকাশ করলে, একই থানা এলাকার কচুয়া চৌমুহনী সাকিনস্থ নুরুল ইসলামের বাড়ীর ২য় তলার ভাড়াটিয়া সোহেল(২৮) ও সুমন (২৮)‘দের গ্রেফতার পূর্বক তাদের বাসা তল্লাশি করে চুরির কাজে ব্যবহৃত ১টা পাইপ রেঞ্জ, ১টি হাতুড়ি, ১টি প্লাস এবং ১টি এন্ড্রোয়েড মোবাইল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের তথ্যের ভিত্তিতে তাদের অপর সহযোগী বিল্লাল (২৫)’কে চান্দিনা থানাধীন বাতাগাছি এলাকা হতে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে চোরাইকৃত আরো ১টি এলইডি সনি টিভি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ১০/১৫ জনের একটি গ্রুপ কুমিল্লা চাঁদপুর, ফেনী জেলার বিভিন্ন জায়গায় খালি বাসা গুলোতে তালা কেটে চুরি করে। এছাড়া ঘটনায় জড়িত সঙ্গবদ্ধ চোর চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত আলামতের বিবরণঃ
০২টি এলইডি সনি টিভি, ০২টি এন্ড্রোয়েড মোবাইল ফোন, ১টা পাইপ রেঞ্জ,  ১টি হাতুড়ি, ১টি প্লাস

গ্রেফতারকৃত আসামীরা হলো,
মনির (৩৭), পিতা- মৃত আব্দুর রশিদ, মাতা-জোহরা খাতুন, সাং- পইয়াবাড়ি (মিয়া হাজী বাড়ী), থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা এ/পি- চাঙ্গীনি, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা।
সোহেল (২৮), পিতা- আব্দুল হক, মাতা- পারুল বেগম, সাং- পাইপেরগোড়া, থানা- কর্ণফুলী, জেলা- চট্টগ্রাম, এ/পি- কইচ্চা চৌমুহনী, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।
সুমন (২৮), পিতা- জশিম, মাতা- ফুল মাসা, সাং- লাজুর, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, এ/পি- মুনসুরাবাদ (বোয়ালখোলা মাঠ), থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম।
বিল্লাল (২৫), পিতা- মৃত মজিবুর রহমান, মাতা- সাজিয়া বেগম, সাং- বাতাঘাসি, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ বড়–য়া জানান- দুইটি মামলার ভিত্তিতে কোতয়ালী থানা ও ডিবি পুলিশের অভিযানে ৪ চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ১০/১৫ জনের একটি গ্রুপ কুমিল্লা, চাঁদপুর, ফেনী জেলার বিভিন্ন জায়গায় খালি বাসা গুলোতে তালা কেটে চুরি করে। এছাড়া ঘটনায় জড়িত সঙ্গবদ্ধ চোর চক্রের সদস্যদের গ্র্রেফতার ও সনাক্ত করনে পুলিশ সুপার মহোদেয়ের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ