
শাহ ইমরান, কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ নির্বাচনে মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট নারী নেত্রী মিসেস মেহেরুন্নেসা বাহার, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এড জহিরুল ইসলাম সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান এড. মো আমিনুল ইসলাম টুটুল সহ কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়য়র হাবিবুর আল আমিন সাদি এবং মহিলা ও পুরুষ কাউন্সিলর ও অন্যান্য দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।