বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুষ্টিয়া পৌরসভায় প্রকাশ্যে টেন্ডার ছিনতাই: আ,লীগ নেতাদের নামে মামলা

জিয়াউল হক (খোকন), নিজেস্ব প্রতিবেদক: কুষ্টিয়া পৌরসভায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কায়দায় টেন্ডার (দরপত্র) ছিনতাই ও দরদাতার ওপর হামলা ও মারধরের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন ঠিকাদার ইব্রাহিম হোসেন। গতকাল রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ মামলা দায়ে করা হয়। 

এ মামলায় আসামিরা হলেন- কুষ্টিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক আহমেদ বিচ্ছু, পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফিল উদ্দিন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফেরদৌস খন্দকার, শহর ছাত্রলীগের সাবেক আহবায়ক হাসিব কোরাইশী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন ঘোষসহ অজ্ঞাতনামায় আরও ২০ থেকে ২৫ জনের নামে মামলা দায়ের করেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে দোষী প্রমাণিত হলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া পৌরসভার ১০টি হাট-বাজার ইজারার দরপত্র পৌরসভার মেয়র কার্যালয়ের বারান্দায় রক্ষিত টেন্ডার বক্সে ইব্রাহিম হোসেন নামে এক দরদাতা দরপত্র ফেলতে গেলে সেখানে ওঁৎ পেতে  থাকা কাউন্সিল, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতারা তার হাত থেকে জোরপূর্বক দরপত্র ছিনিয়ে নিয়ে টেনে ছিঁড়ে পাশের ড্রেনে ফেলে দেয়। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *