
খাইরুল হাসান, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনশিক্ষা প্রতিষ্ঠান কৃষ্ণনগর আশরাফুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক মোল্লা।
প্রতিষ্ঠানটির পূর্ববর্তী সভাপতি ছিলেন বাইশমৌজার খ্যাতনামা সমাজসেবক, শালিসকারক ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকার (রাশেদ সরদার)।
নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সকালে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থানীয় সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিদের আন্তরিক প্রচেষ্টায় ভোটগ্রহণ ছাড়াই শান্তিপূর্ণ সমঝোতার মাধ্যমে নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকার ও আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক মোল্লা।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক মোল্লা বলেন,
“এটি আমাদের এলাকার গৌরবের প্রতীক একটি দ্বীনশিক্ষা প্রতিষ্ঠান। আমি এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ন্যায়, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রতিষ্ঠানটিকে পুনর্গঠন ও সঠিকভাবে পরিচালনার সর্বাত্মক চেষ্টা করব।”
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষকমণ্ডলী, পরিচালনা কমিটির সদস্য ও এলাকার বিশিষ্ট সমাজসেবকরা।