রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন

মাইদুল ইসলাম, রংপুর ব্যুরো: চাঁদা দাবি করায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদেরকে ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশেনের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাভাবিক কার্যক্রমে বাঁধা দেয়ার হুমকির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা।
বুধবার  সকালে শহরের ডিবি রোডে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি পেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর উপজেলা ম্যানেজার্স ফোরামের সভাপতি আশরাফ হোসেন,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সদর উপজেলা ফারিয়া’র সভাপতি জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ ফেব্রুয়ারিতে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় “ঔষধ কোম্পানির প্রতিনিধিদের কারণে হাসপাতাল ও ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা ব্যাহত এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক ডা রমেন্দ্রণাথ সরকারকে হুমকি প্রদান ” এমন বিবৃতি প্রদান করেন। যা আদৌও সত্যি নয়। এরকম কোন ঘটনা ঘটে থাকলে মালিকপক্ষ আমাদের ফারিয়া সংগঠনকে অবগত করতেন। কিন্তু তারা না করেই মনগড়া বিবৃতি প্রদান করেছেন।
ঔষধ কোম্পানির প্রতিনিধিরা ডাক্তারের কাছে না গেলে রোগীরা আধুনিক চিকিৎসা এবং নতুন ঔষধের তথ্য ব্যাহত হবে। মূলত পূর্ব শত্রুতার জের ধরে এমন বিবৃতি প্রদান করা হয় বলে মন্তব্য করেছেন ঔষধ সংক্রান্ত সংগঠনের নেতৃবৃন্দ।
তারা আরও বলেন, নিজেদের অপকর্মে ঢাকতে  স্বনামধন্য চিকিৎসক কে জড়িয়ে একটা গোলকধাঁধা র সৃষ্টির পাঁয়তারা করছে ।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে দ্রুত সময়ের মধ্যে ঔষধ কোম্পানির প্রতিনিধিদেরকে তাদের পেশাদার দায়িত্বে বাঁধা না দেওয়াসহ দায়িত্বশীল আচরণ করার আহবান এবং প্রশাসনিক কর্মকর্তাসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন বক্তারা।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *