বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে গ্রেফতার ১

নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উজির ধরণীবাড়ি, পূর্বপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আলম মিস্ত্রী নামের প্রতিপক্ষের একজনকে গ্রামবাসী আটক করে গাইবান্ধা থানা পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উক্ত গ্রামের মৃত সাহেব উদ্দিন ব্যাপারীর পুত্র আফসার আলীর সাথে আরেক ভাই বজলার রহমানের মাত্র ১৪ শতাংশ জমি নিয়ে বিবাদ চলছিল। ওই ১৪ শতক জমি পৈতৃক সুত্রে আফসার আলীর হলেও দীর্ঘদিন থেকে বজলার রহমান তাকে ওই সম্পত্তি থেকে বঞ্চিত রাখে। এক পর্যায়ে আফসার আলী উক্ত সম্পত্তির ভাগ চাইলে উভয়ের মধ্যে শত্রুতা শুরু হয়। এ ব্যাপারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বেশ কয়েক দফা শালিস বৈঠক এমনকি লক্ষ্মীপর ইউনিয়ন পরিষদেও শালিস বৈঠক হয় বটে বজলার রহমান কোন প্রকার কাগজ পত্র উপস্থাপন না করে তাল বাহানা করে। এমতাবস্থায় আফসার আলী কমপক্ষে এক মাস পূর্বে উল্লেখিত ১৪ শতাংশ জমি নিজ দখলে নেয় এবং উক্ত জমিতে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন।
এদিকে, গত ২৫/০১/২০২৫ ইং তারিখে স্থানীয় হাট লক্ষ্মীপুরে একটি ইসলামী জলসা থাকায় এই সুযোগে বজলার রহমানের নেতৃত্বে দিবাগত রাত আনুমানিক ১০.০০ টার দিকে একদল সন্ত্রাসী হাতে লাঠি-শোটা, দা, কুড়াল, রাম দা, ছোড়াসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিয়ে একযোগ উল্লেখিত বাড়িতে অনাধিকার প্রবেশ করে আফসার আলীর উপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে তার ভাতিজা মোঃ রবিজল মিয়ার পুত্র দেলোয়ার হোসেনসহ বাড়ির লোকজন এগিয়ে আসলে তাদেরকে বেধরক মারপিট করে। মারপিটে দেলোয়ার হোসেন, রবিউল, সাহেরা ও আনোয়ারা সহ কমপক্ষে ৪ জন আহত হয়। এ সময় সন্ত্রাসীরা দেলোয়ার হোসেনের কাছে থাকা এক লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের আত্ম চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করায়। আহতদের মধ্যে দেলোয়ার হোসেনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে দেলোয়ার হোসেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এ ব্যাপারে আফসার আলী বাদী হয়ে বজলার রহমান, আমিনুর রহমান, আলম মিস্ত্রী, জনি মিয়া, জাহানুর বেগম, আলেয়া বেগম, লিপি বেগম, রহমান মিয়া, তাজু মিয়া, বিলকিস বেগম ও আরো ১৫/২০ জন অজ্ঞাত নামা সন্ত্রাসীকে আসামি করে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৩২, তারিখঃ ২৬/০১/২০২৫ ইং।
সুত্র জানায়, শোরগোলের সময়ে সন্ত্রাসীরা উক্ত জমি তাদের দখলে ছেড়ে দিতে বলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রকাশ্যে প্রানে মেরে ফেলবে মর্মে হুমকি ধামকি দিতে থাকে। তারা এর আগেও অনেকবার উক্ত জমি থেকে আফসার আলী ও তার পরিবারকে সরে যেতে বলেছে। শুধু তাই নয়, আফসার বা তার পরিবারের লোকজন যদি উক্ত জমি থেকে সরে না যায় তাহলে তারা বিভিন্ন ভাবে ক্ষয়ক্ষতি করবে। তাদের গুন্ডা বাহিনী দিয়ে পরিবারের কাউকে না কাউকে হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদর্শন করে। বজলার রহমান তার নিজের বাড়ীতে আগুন লাগিয়ে আফসার বা তার পরিবারের লোকজনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে। এমতাবস্থায় আফসার আলী সহ তার পরিবারের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ