বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসির আদেশ

মাইদুল ইসলাম, রংপুর ব্যুরো: গাইবান্ধায় বড় ভাইকে হত্যা হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আতিকুর রহমান এই আদেশ প্রদান করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নিরঞ্জন কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর সাদুল্লাপুর উপজেলার হাসানপাড়ার বাসিন্দা আরিফ বিল্লাহর সঙ্গে তার মায়ের রাতে ভাত খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আরিফ বিল্লাহর বড় ভাই শহিদুলের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আসামি আরিফ বিল্লাহ ক্ষিপ্ত হয়ে শহিদুলের মাথায় আঘাত করেন। শহিদুলকে গুরুতর অবস্থায় প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এরপর অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৯ সেপ্টেম্বর মারা যান তিনি। ২০ সেপ্টেম্বর দুপুরে নিহত শহিদুলের স্ত্রী তাসফুরা আকতার বাদী হয়ে সাদুল্লাপুর থানায় আরিফ বিল্লাহকে আসামি করে হত্যা মামলা করেন।

আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ বলেন, দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেছেন আদালত। রায় ঘোষণার সময় মামলার আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। তবে সে বারবার ক্যামেরার সামনে বলছিল আমি নির্দোষ আমি নির্দোষ।

আসামিপক্ষের আইনজীবী আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু বলেন, রায়ে আমরা অসন্তোষ প্রকাশ করছি। আমরা উচ্চ আদালতে যাব। আশা করছি সেখানে আমরা ন্যায়বিচার পাব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ