
আশরাফুল ইসলাম, গাজীপুর: গাজীপুর মহানগরের গাছা থানায় জয় বাংলা রোড এলাকায় গত বছর ছাত্র আন্দোলন চলাকালে ২০ জুলাই মিনহাজকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি আসাদুজ্জামান বাবু ওরফে লম্বা বাবুকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ।
গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসা হলে আসামিকে জিজ্ঞাসাবাদের সময় হঠাৎ করে পড়ে যায় এবং শারীরিক অবস্থার অবনতি দেখে স্ট্রোক ভেবে তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত স্থানীয় তায়রুনেচ্ছা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশসহ ও স্বজনদেরকে দিয়ে পাঠানো হয়। এরপরই এলাকায় চাপা ক্ষোভ ও বিতর্কে সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন জনের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে গাছা থানার অফিসার ইনচার্জ ওসি আলী মোহাম্মদ রাশেদকে।
এমন বিতর্কের বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, বাবুকে গ্রেফতার করে থানা নিয়ে আসার পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে থানার পুলিশ ও স্বজনদেরকে দিয়ে সাথে সাথে দ্রুত মেডিকেলে নেয়ার জন্য নির্দেশনা দেই। পরবর্তীতে চিকিৎসা শেষে ডাক্তার কর্তৃক চিকিৎসাপত্র গ্রহণপূর্বক থানা পুলিশ অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান শেষে থানায় নিয়ে আসে।