বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

গোপালগঞ্জ সদর উপজেলায় কৃষকদের সিআইজি কংগ্রেস

নিজস্ব প্রতিবেদক:গোপালগঞ্জ সদর উপজেলায় আজ  কৃষক ও কৃষাণীদের সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় গোপালগঞ্জ চরবয়রা ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ে ২০২২-২৩ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচারাল  টেকনোলজি প্রোগ্রাম ফেজ  প্রজেক্ট (এনএপিটি-২) (১ম সংশোধিত ) প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস এ সিআইজি কংগ্রেসের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য  রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারাবাড়ির উপ-পরিচালক আব্দুল কাদের সরদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের কাশিয়ানী হর্টি কালচার সেন্টারের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান ও গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার।
চরবয়রা ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানিজেং কমিটির সভাপতি আলহাজ্ব খোন্দকার মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিআইজি কংগ্রেসে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন, চরবয়রা ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অহেদুল ইসলাম, সিবি ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শাহজাহান শেখ, কৃষক আকরাম হোসেন, কৃষাণী বিনা বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
এ সিআইজি কংগ্রেসে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা, হরিদাসপুর,রঘুনাথপুর ও বোড়াশী  ইউনিয়নের ১০ টি সিআইজির ২ শ’ কৃষক ও কৃষাণী অংশ নেন।
বক্তারা বলেন, সিআইজি হল কৃষকদের  ‘কমন ইন্টারেস্ট গ্রুপ’। এ গ্রুপের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের মধ্যে একতা বৃদ্ধি ও স্থায়ী সংযোগ স্থাপন করা। সিআইজি সদস্যরা তাদের কৃষির সমস্যা চিহ্নিত করবেন। তারপর সমাধানের উপায় নির্ধারণ করবেন। উন্নয়নের বাস্তবভিত্তিক স্মার্ট পরিকল্পনা গ্রহণ করে তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করবে। কৃষক নিজে স্বাবলম্বী হবেন। তারা দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি করবেন। সেই সাথে কৃষক ও কৃষাণী গ্রুপের সদস্যদেরও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবেন। টেকসই ও স্মার্ট কৃষি তারা নিশ্চিত করবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ