মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গ্রাহকের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা দিল ওয়ালটন

জাকির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ: ওয়ালটন প্লাজার সুনামগঞ্জ ষোলঘর শাখায় কিস্তিতে পণ্য ক্রয় করে মারা যাওয়া পরিবারকে আর্থিক সুরক্ষা সহায়তার ১ লাখ টাকা প্রদান করেছে।

রোববার সকাল ১১ টার সময় সুনামগঞ্জ পৌর শহরের ওয়ালটন প্লাজা ষোলঘর শাখার পক্ষে ব্রাঞ্চ ম্যানেজার মো. আজাদুজ্জামান কিস্তি ক্রেতা সুরক্ষার আর্থিক অনুদানের ১ লাখ টাকার সুরক্ষা সহায়তা প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা পুরাতন বাসস্ট্যান্ড শাখার ম্যানেজার মো. মোশারফ হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুদানের অর্থ গ্রহণ করেন মৃত ব্যক্তির স্ত্রী নয়ন মনি।

ব্রাঞ্চ ম্যানেজার মো. আসাদুজ্জামান জানান, গত ৪ এপ্রিল সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের ফজলু মিয়ার ছেলে সফর আলী মাসিক ১৯৭৭ টাকা কিস্তিতে একটি ওয়ালটন ফ্রিজ নেন। ৪টি কিস্তির টাকা নিয়মিত পরিশোধ করেন সফর আলী। ৪টি কিস্তির টাকা পরিশোধের পর হঠাৎ করে সফর আলী হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। এ সংবাদ ওয়ালটন প্লাজার ষোলঘর ব্রাঞ্চে জানানো হয়। ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ কিস্তির টাকা মওকুফ করে দিয়ে ১ লাখ টাকার অবশিষ্ট চৌষট্টি হাজার দুইশ সাতানব্বই টাকা মৃত ব্যক্তির অসহায় পরিবারকে আর্থিক সুবিধার আওতায় এনে প্রদান করেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জনপদ অনলাইন ডটকম এর সম্পাদক মো. বাবুল মিয়া, সফর আলীর গ্যারান্টার সিরাজুল ইসলাম প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ