
নুুরুল ইসলাম, গাইবান্ধা: দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বানিয়া পাড়া গ্রামের মৃত আলহাজ্ব সোলাইমান হোসেনের ছেলে হারুন অর রশিদ (৬৬) এর ২২ শতক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যু মোঃ শাহিনুর রহমান শাহিন(৪৮) এর বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ হারুন অর রশিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ থেকে জানা যায়, মোঃ হারুন অর রশিদ তার ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষার জন্য তার আরেকটি পৈত্রিক বাড়ি গাইবান্ধা জেলা পৌর শহরের ব্রীজ রোডে অবস্থিত সেখানে গিয়ে স্বপরিবারে দীর্ঘদিন ধরে বসবাস করেন। সেখানে বসবাস করার ফলে তার ঘোড়াঘাটের বানিয়া পাড়ায় অবস্থিত গ্রামের বাড়িটি দীর্ঘকাল ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই সুযোগে স্থানীয় মোঃ আব্দুল লতিফ মিয়ার ছেলে ভূমিদস্যু শাহিন গত ২০ আগস্ট সকাল আনুমানিক ৯ টার দিকে পরিকল্পিতভাবে লাঠি ও ধারালো অস্ত্রসহ তার লোকজন নিয়ে দক্ষিণ জয়দেবপুর মৌজার জেএল নং -১১০,খতিয়ান নং-৪৪/৩৬,দাগ নং-৪৬০,৪৬৫ ও ৪৬৬ জমির পরিমাণ ২২ শতাংশ জায়গা দখল করে বাঁশের বেড়া দিয়ে ইউক্যালিপটাস গাছ রোপণ করেন।
পরে ৩০ আগস্ট আনুমানিক ৫ টার দিকে ভুক্তভোগী হারুন অর রশিদ তার পরিত্যক্ত বাড়িতে গিয়ে দখলের বিষয়টি দেখতে পেলে এবং প্রতিপক্ষদের জিজ্ঞাসা করলে তাকে নানা রকম ভয়ভীতি ও হুমকি দেয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, অভিযোগ পেয়েছি। সেই সাথে একজন এসআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।