
চট্টগ্রাম প্রতিনিধি : সাতকানিয়ার ছদাহা ১নং ওয়ার্ডের মহিউদ্দিন ড্রাইভারকে হত্যার ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মোটর চালক লীগ। গত রোববার (২ জুন) বিকালে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বান্দরবান রাস্তার মাথা সংলগ্ন পুলিশ বক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেরানীহাটে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে অপরাধীদের দ্রুত দৃষ্ঠান্তমূলক শাস্তির আওতায় আনার আহবান জানানো হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং চাটগাঁর সংবাদ পত্রিকার আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মাহবুবুল আলম। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক রফিক ওমর। সমাবেশ সঞ্চালনা করেছেন সাতকানিয়া পৌরসভা মোটর চালক লীগের সভাপতি ওয়াহিদুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী মোটর চালক লীগের সাবেক সভাপতি মাস্টার জাফর আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কালিয়াইশে মহিউদ্দিন ড্রাইভারকে হত্যার পর প্রায় ১ সপ্তাহ অতিক্রান্ত হলেও এখনও এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে অজ্ঞাত মামলা রুজু হওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বক্তারা। তারা বলছেন, ‘আমিলাইশ সারওয়ার বাজারে নির্মম এ হত্যাকাণ্ডের ৫দিন অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনও আসামীর নাম উল্লেখ করে মামলা হয়নি।’
প্রসঙ্গত, বুধবার (২৯ মে) রাতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হওয়া মোহাম্মদ মহিউদ্দিনের (৩২) খুনীদের বিচার চেয়ে গত ১ জুন থেকে উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে।