বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম নগরে আবাসিক ভবনে ডাকাতি চেষ্টার অভিযোগ’ আটক ২

বশির আলমামুন চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার একটি ভবনে `ডাকাতি’তে অংশ নেওয়া দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্তা আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবন মালিক শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়েরের মেয়ের জামাতা। তার নাম লোকমান হাকিম। তিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। আটকরা হলেন— বায়েজিদ ও আকাশ। তারা দুজনই ওই বাসায় কাজ করতেন।
সরেজমিনে গিয়ে ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, ওই বাসার দুই গৃহকর্মীসহ চারজন ডাকাতিতে অংশ নেন। পূর্বপরিকল্পিতভাবেই এই ডাকাতির চেষ্টা চালায় তারা। সকাল ১১টার দিকে তারা ওই ভবনে প্রবেশ করেন। একপর্যায়ে চিৎকার-চেচামেচি শুনে স্থানীয়রা ১২টার পরে ৯৯৯-এ ফোন করে বাসার বাইরে রক্ত দেখা গেছে এবং শোরগোলের ঘটনা জানান। এরই মধ্যে তিন ডাকাত পালানোর সময় আকাশ নামে একজনকে ধরে পুলিশে দেন স্থানীয়রা।
এরপর বেলা পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব সদস্যরা হাজির হন। সেনাবাহিনীও একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। দুপুর সোয়া দু’টার দিকে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ভবনের ভেতরে প্রবেশ করে পাঁচ মিনিট ধরে অভিযান চালিয়ে ডাকাত চক্রের জিম্মিদশা থেকে লোকমান হাকিমকে উদ্ধার করে। এসময় বায়েজিদ নামে একজনকে আটক করা হয়।
অভিযান শেষে নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, ‘ঘটনার পর থেকে আমরা এখন পর্যন্ত দুজনকে আটক করেছি। এ ঘটনায় কেউ মারা যাননি। তবে একজন আহত হয়েছেন। তিনি ডাকাতির কবলে পড়া বাড়ির মালিক।’
ডাকাতি করতে যাওয়া লোকজন ওই ভবনে কাজ করতেন জানিয়ে পুলিশ কমিশনার বলেন, ‘যা বুঝতে পারছি— ডাকাতির উদ্দেশেই তারা বাসায় প্রবেশ করেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। দেখি আরো কিছু পাওয়া যায় কিনা। যারা ডাকাতির জন্য বাসায় প্রবেশে করেছে তারা এখানেই (বাসায়) কাজ করতো। একটা অপারেশন শেষ হয়েছে মাত্রা। তদন্ত শুরু হবে, তদন্ত পর্যায়ে আমরা আরো তথ্য উদঘাটন করার চেষ্টা করবো।’
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ