শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম মহানগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা আদায়

অলিউল্লাহ খান, স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মহানগরের রাজাখালী ও চাকতাই, বাকলিয়া বাজারে রমজান মাসে নিত্যপণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন চট্টগ্রামের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম ভূঞা ও সুব্রত হালদার।

অভিযান চলাকালে বিএসটিআই এর লাইসেন্সবিহীন একটি পানীয়জল সরবরাহকারী প্রতিষ্ঠান ও একটি মুডি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২টি মামলায় মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এদিকে শুক্রবার কাজীরহাট বাজার, কালুরঘাট এ মুদি দোকান ও কাঁচা বাজারে রমজান মাসে নিত্যপণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন চট্টগ্রামের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান এবং মো: আসিফ জাহান সিকদার।

অভিযান চলাকালে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায়, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম রাখায় কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৬টি মামলায় মোট ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুতদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম রমজান মাসব্যাপী চলমান থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ