বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন ইব্রাহিম এমপি

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলা পৌরসভা আওয়ামীলীগ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন বীরমুক্তিযোদ্ধা সকল বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, সকল সুবিধাভোগী এবং দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় স্থানীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহিম।
বৃহস্পতিবার (২৪আগষ্ট) বিকেল ৫টায় উপজেলার সুন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌরসভা ২নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূর উদ্দিন উজ্জ্বল এর সঞ্চালনায় ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তানভীর হোসেন জন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল,পৌরসভা মেয়র নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচএম আলী তাহের ইভু, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, সালা উদ্দিন সুমন, সাংবাদিক মোঃ ইলিয়াছ কাঞ্চন,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহন ফলয়ান প্রমূখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, শফিক উল্লাহ তপদার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমীর তপদার, পৌরসভা শ্রমিকলীগের সভাপতি তাজুল ইসলাম হেলাল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুষার গাজী, গোলাম সরোয়ার বাদশা সহ উপজেলা পৌরসভা ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এমপি ইব্রাহিম বলেন আমার নির্বাচনী এলাকায় আমার জানা মতে প্রত্যেক স্কুল কলেজ ও মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং কিছু কাজ চলমান রয়েছে। ইউনিয়ন ভিত্তিক সড়ক এ উন্নয়নে ক ক্যাটাগরি ৯০শতাংশ ও খ ক্যাটাগরি ৮০শতাংশ কাজ সম্পন্ন এবং বাকি সড়কের কাজ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আওয়ামী লীগ সরকার গঠনের পর অবশিষ্ট বাকি উন্নয়নের কাজ সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন যে কোন দুর্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন আপনাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাই আপনারা নৌকা মার্কায় ভোট প্রদান করেন বলে আমি মনে করি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ