
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আহমেদ হোসেন সোহাগের অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় ১০ বছরের কারাদণ্ড ও ৮১লাখ টাকা জরিমানা করা হয়। গত বুধবার নোয়াখালী জেলা জজ আদালত এই দন্ডাদেশ ঘোষণা করেন।
স্থানীয় বিআরডিবি’র অফিস ও আদালত সূত্রে জানা যায়, আহমেদ হোসেন সোহাগ চাটখিল উপজেলা বিআরডিবি চেয়ারম্যান থাকাকালীন সময়ে বিগত ২০১৪সালে তৎকালীন বিআরডিবি’র কর্মকর্তা আলীম উদ্দিন চৌধুরী যৌথভাবে বিআরডিবি’র জনতা ব্যাংক ও এনআর বিসি ব্যাংকে এফডিআর বিপরীতে ৫৬ লাখ টাকা ঋণ গ্রহন করে তারা । ঋণ যথাসময়ে পরিশোধ না করা তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়। একপর্যায়ে আলীম উদ্দিন চৌধুরী তার অর্ধেক টাকা পরিশোধ করে মামলা থেকে খালাস পান। আহমেদ হোসেন সোহাগ ৩১লাখ টাকার একটি চেক প্রদান করলেও তা ব্যাংকে টাকা না থাকায় ডিজানার হয়। তার কাছে এখনও বিআরডিবি’র ৭০লাখ টাকা পাওনা রয়েছে। আদালত সোহাগের অনুপস্থিতিতে গত বুধবার রায় প্রদান করে। রায়ে আহমেদ হোসেন সোহাগের ১০ বছরের জেল ও ৮১লাখ টাকা জরিমানা করা হয়। তার স্থাবর – অস্থাবর সম্পত্তি বিক্রি করে এই জরিমানা আদায় করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহমেদ হোসেন সোহাগ সরকার পতনের পর পর বিদেশে পালিয়ে গেছেন।