যায়যায়কাল ডেস্ক: চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষে উঠে এসেছেন টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং-এর নাম। তিনি ২০১২ সালে বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন।
মঙ্গলবার দেশটির এক বার্ষিক ধনী তালিকায় দেখা গেছে, ইমিং-এর ব্যক্তিগত সম্পদের পরিমাণ এখন ৪ হাজার ৯৩০ কোটি ডলার।
এর আগে ২০২১ সালে বাইটড্যান্সের নির্বাহী প্রধানের পদ থেকে সরে দাঁড়ান ৪১ বছর বয়সি ঝ্যাং। তবে ধারণা করা হয়, কোম্পানির প্রায় ২০ শতাংশ মালিকানা তার দখলে।
হুরুন রিসার্চ ইনস্টিটিউটের তৈরি করা ধনী ব্যক্তিদের তালিকা অনুযায়ী, ঝাং-এর সম্পদ এখন ৪৯.৩ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় ৪৩ শতাংশ বেশি।
তালিকায় তিনি চীনা উদ্যোক্তা ঝং শানশানের জায়গা নিয়েছেন, যার সম্পদ ২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯০ কোটি ডলার।
হুরুনের প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের মার্কিন ব্যবসার মালিকানা নিয়ে আইনি লড়াই চললেও গত বছর গোটা বিশ্বে বাইটড্যান্সের আয় ৩০ শতাংশ বেড়ে পৌঁছেছে ১১ হাজার কোটি ডলারে, যার ফলে ঝাং-এর ব্যক্তিগত সম্পদও বেড়েছে।
হুরুনের প্রধান রুপার্ট হুগওয়ার্ফ বলেন, ঝাং ইমিংয়ের শীর্ষ ধনী ব্যক্তি হওয়া চীনের অর্থনীতির গতিশীলতার ইঙ্গিত দেয়।
এ তালিকার তৃতীয় স্থানে আছেন টেনসেন্টের ‘লো-প্রোফাইল’ প্রতিষ্ঠাতা পনি মা। গত বছর এ অবস্থানে ‘পিডিডি হোল্ডিংস’-এর প্রতিষ্ঠাতা কলিন হুয়াং থাকলেও এখন তিনি নেমে গেছেন চতুর্থ স্থানে। তবে, তার কোম্পানির ই-কমার্স প্ল্যাটফর্ম ‘পিন্ডুওডুও’ ও ‘টেমু’ ঠিকই আর্থিক অগ্রগতি দেখিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স