
পীরগঞ্জ প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের শিম ক্ষেত কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে । এ ঘটনায় তিনি ছয়জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে উপজেলার থিরারপাড়া গ্রামের শহিদুল ইসলামের চাষ করা ৪১ শতাংশ জমিতে শিম ক্ষেত কেটে ফেলা হয় এবং মাচাগুলো ভেঙে দেয়।
অভিযুক্তরা হলেন উপজেলার একই গ্রামের মৃত আজগার আলীর ছেলে আলমগীর বাদশা, মৃত মজনু মিয়ার দুই ছেলে আরিফুল মিয়া ও মশফিকুল রহমান, আলমগীরের স্ত্রী লায়লুন নাহার লিপি, মশফিকুলের স্ত্রী নুরভানু এবং মোজাফ্ফরের মেয়ে হুরী জান্নাত।
অভিযোগকারী শহিদুল ইসলাম বলেন, “জমিজমা নিয়ে বিরোধ অনেক পুরনো। কিন্তু শিম ক্ষেত কেটে ও মাচা ভেঙে যে পরিমাণ ক্ষতি করেছে, তা সহ্য করা কষ্টকর। ক্ষেত কেটে দেওয়ার পাশাপাশি তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। আমি বিচার চাই।এ বিষয়ে পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক নবিন ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।