মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জ্বালানি তৈল, পরিবহন ভাড়া বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নবীনগরে বিএনপির সভা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে না হলে এবং জনগন তাদের পবিত্র ভোট দেওয়ার সুযোগ পেলে আওয়ামী লীগের প্রার্থীর করুণ পরাজয় হতো, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধিনেও দিনের বেলায় ভোট  হলে নবীনগরে ধানের শীষের বিজয় সু-নিশ্চিত বলে মন্তব্য করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।
জালানি তৈল,পরিবহন ভাড়া বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্র দলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম মাতব্বর হত্যার প্রতিবাদে এবং বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি তৃর্নমূল পর্যায়ে বাস্তবায়নের লক্ষে  বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় বিএনপি,যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নবীনগর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে কাজী নাজমুল হোসেন তাপস  এ কথা বলেন। তিনি আরও বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন বীরমুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতির স্ত্রী এবং তিনবারের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, তিনি অসুস্থ,রাজনৈতিক প্রতিহিংসার কারণে উনাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। 
পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম সুরুজ খানের সভাপতিত্বে ও  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত  সভায় উপজেলার ২১ টি ইউনিয়ন থেকে আসা বিএনপি,যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের তৃর্নমুলের নেতারাসহ বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মাইনুউদ্দিন আহমেদ,উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী সাহাবউদ্দিন, বিএনপি নেতা মো. ফারুক আহমেদ, যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল, উপজেলা যুবদলের সভাপতি এমদাদুল বারী, সাধারণ সম্পাদক আলী আজম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ  হোসেন রুবেল, পৌর ছাত্রদল,নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ