মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটের কালাইয়ে জনতার মুখোমুখি হুইপ স্বপন 

নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার সাধারণ জনগণের মুখোমুখি হয়েছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত কালাই উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে জনতার মুখোমুখি অনুষ্ঠানে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি দেন।

প্রশ্নত্তোর পর্বে সর্বস্তরের জনগণ এলাকার শিক্ষা, রাস্তা-ঘাট, স্টেডিয়াম নির্মাণ, ভিজিএফ,ভিজিডি, টিআর-কাবিখা, কিডনি, মাদক, দুর্নীতি, অবসর ভাতা, পেনশন সংক্রান্ত নানা জটিল বিষয়ে হুইপকে প্রশ্ন করেন।

হুইপ স্বপন তাৎক্ষণিকভাবে ওইসব প্রশ্নের জবাব দিয়ে সংকট সমাধানের ব্যাপারে জনতাকে আশ্বস্ত করে বলেন, সকল সমস্যার সমাধান একবারেই করা অসম্ভব। তবে খুব শিগগিরই কিছু কিছু সমস্যা দৃশ্যমান আকারে সমাধান করা হবে।

জনতার মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিনফুজুর রহমান মিলন, জেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক মাসুদ রেজা, কালাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই পৌরসভার মেয়র মোছা. রাবেয়া সুলতানা, জয়পুরহাট পৌর সভার সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ