শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জলঢাকায় প্রধানমন্ত্রীর দেয়া চাল বিতরণে অনিয়ম

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) : দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দুঃস্থ ও অতি দরিদ্র অসহায় মানুষদের মাঝে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান জাহেদ আলীর বিরুদ্ধে। তিনি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার ৪৩৫১ জন উপকার ভোগীদের ১০ কেজি চালের পরিবর্তে ৪ থেকে ৫ কেজি করে চাল বিতরণ করেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

সরেজমিনে শনিবার দুপুরে গোলনা ইউনিয়নের তালুক গোলনা শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়,গোলনা ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ আলী প্রত্যেক কার্ডধারী উপকার ভোগীদেরকে ৪ থেকে ৫ কেজি করে চাল দিতেছেন। এমনকি ৩ জন উপকার ভোগী একজোট করে ১০ কেজি করে চাল দিতেছেন।

সরেজমিনে উপকার ভোগীরা অভিযোগ করে বলেন,সরকার ১০ কেজি করে চাল দিতে বলেছে কিন্তু চেয়ারম্যান সাহেব আমাদের ৫ কেজি বা তারো কম করে চাল দিতেছে। আমরা যে এখানে দিন নষ্ট করে চাল নিতে এসেছি, গাড়ি ভাড়াও তো উঠেনি। ইউপি চেয়ারম্যান জাহেদ আলী চাল কম দেয়ার বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে বক্তব্যের জন্য উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার এর মুঠোফোনে একাধিক বার কল করে তাকে পাওয়া যায়নি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ