বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

কবির হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে মনোনয়ন দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় দুইটি বেসরকারি ক্লিনিক ও ট্রাক অফিস ভাঙচুর করা হয়। এসময় কয়েকটি দোকানো ভাঙচুর হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার আনারস চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ বিকেল সাড়ে চারটায় বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আলীর সমর্থকরা নির্ধারিত দিনে আজ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। পরে তারা বিক্ষোভ নিয়ে আনারস চত্বরের দিকে আসলে স্বপন ফকিরের সমর্থকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে বিক্ষুব্ধরা কয়েকটি প্রতিষ্ঠান ও দোকানপাট ভাঙচুর করে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে স্থানীয়দের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমরানুল কবির বলেন, আনারস চত্বরে এক পক্ষের সমাবেশে অন্য পক্ষ প্রবেশ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুইটি বেসরকারি ক্লিনিক ও ট্রাক অফিস ভাঙচুর হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ