
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ‘শিষ্টাচার বিবর্জিত শব্দ ব্যবহার’ করায় তাকে শোকজ করা হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির বলেন, আমি শোকজের একটি চিঠি পেয়েছি। আগামী ১৫ দিনের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে। আমি জবাব দেবো।
উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকা মহানগর আওয়ামী লীগের লালবাগ থানা ইউনিটের সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতেই বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে স্থানীয় চারটি পক্ষ। এসময় বিশৃঙ্খলা থামাতে গিয়ে মাইক হাতে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ হুমায়ুন কবির ‘শুয়োরের বাচ্চা’ বলে গালি দেন নেতাকর্মীদের। ওই বক্তব্যের ভিডিও ভাইরাল হয় সামাজাকি যোগাযোগ মাধ্যমে।