শনিবার, ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

তালায় জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ClQKS1NuYXBjaGF0LzEzLjQxLjEuMCAoQ1BIMjEzMTsgQW5kcm9pZCAxMiNRLjIwMjUwMjE3MTA0MyMzMTsgZ3ppcCkgVi9NVVNIUk9PTRC/vYXM4QE=

বি এম বাবলুর রহমান, তালা: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক নয় বছরের রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মাদ এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের স্কাইভিউ বাসভবনে হামলা, ভাংচুর, অগ্নি সংযোগ ও হত্যা চেষ্টার প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল চারটায় তালা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা তালা সদর ইউনিয়ন জাপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম।

উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বি.এম বাবলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টি সি.সহ-সভাপতি এ্যাড.জিল্লুর রহমান,সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ,দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ,তালা উপজেলা সৈনিক পার্টির সভাপতি সেনা কর্পোরাল মো. রফিকুল ইসলাম খাঁ, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস, তালা উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি (ভারপ্রাপ্ত) এস.এম তকিম উদ্দীন, সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, তালা উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো.নজরুল ইসলাম রাজু, জাপা নেতা হায়দার আলী সরদার,শ্রী অশোক কুমার পাল, মো. রেজাউল ইসলাম গোলদার,নুরুল আমিন বিশ্বাস, রহমম আলী গোলদার,মিজানুর রহমান মোড়ল,আব্দুল আহাদ সরদার, শাহিনুর রহমান বিশ্বাস, জাতীয় তরুণ পার্টির উপজেলা সভাপতি মো. মকুল সরদার,তালা সদর ইউনিয়ন যুব সংহতির সভাপতি লিটন হুসাইন, তেতুঁলিয়া ইউনিয়ন যুব সংহতির সভাপতি কাজী আসাদ,যুব সংহতি নেতা বাহারুল ইসলাম, মতিয়ার রহমান,মো কামরুল ইসলাম, রহমত আলী সরদার, শেখ আসাদুজ্জামান বাপ্পী, তেতুলিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো. ফয়সাল হোসেন, জাতীয় শ্রমিক পার্টির তালা ইউনিয়ন সভাপতি মো. সাহাবুদ্দীন সরদার, আব মুছা সরদার, মো. ময়েন উদ্দীন সরদার, মহিলা পাটির নেত্রী নমিতা রানী পাল,মানব উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক নিগার সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশের নয় বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু আলহাজ্ব হুসাইন মুহাম্মাদ এারাশাদের প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না। নয় বছরের বাংলাদেশে নজির বিহীন উন্নয়ন করেছেন। রাষ্ট্রধর্ম ইসলাম, শুক্রবার ছুটি, আলিয়া মাদ্রাস এমপিওভুক্ত, ইবতেদায়ী মাদ্রাসার স্বীকৃতি প্রদান মসজিদ মন্দিরের বিদ্যু বিল মওকুফ,২১ জেলা ভেঙ্গে ৬৪ জেলা ৪৬০টি উপজেলা সৃষ্টি করে, গুচ্ছ গ্রাম তৈরী করা সহ সকল রাজনৈতিক দলের অধিকার নিশ্চিত করে বাংলাদেশের মানুষের মাঝে একটি ভ্রাতৃত্ব্যবোধ তৈরী করেছিলেন।

সেই ভ্রাতৃত্ব্যবোধ অক্ষুন্ন থাকার দাবি সহ পল্লীবন্ধু এরশাদ ও বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবের বাসভবনে হামলা অগ্নিসংযোগ ভাংচুর ও হত্যাচেষ্টার সাথে জড়ি দের গ্রেপ্তার পূর্বক দৃষ্টন্ত মূলক শাস্তির দাবি সহ এ নেক্করজনক ঘটনা দেশে আর কোথায় না ঘটে সে জন্য সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি কামনা করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *