বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তালায় হাজরাকাটী ব্লাড ব্যাংকের বৃক্ষরোপণ অভিযান

বি এম বাবলুর রহমান, তালা (সাতক্ষীরা): পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে শনিবার (৮ নভেম্বর) সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ করেছে হাজরা কাটি ব্লাড ব্যাংক।

সকালের দিকে সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা রাস্তার দুই ধারে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পাশাপাশি পথচারী, সাধারণ মানুষ, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মাঝেও শতাধিক চারা বিতরণ করা হয়।

এসময় সবাইকে গাছের গুরুত্ব, পরিচর্যার পদ্ধতি এবং গাছ বাঁচিয়ে রাখার উপকারিতা সম্পর্কে অবহিত করা হয়।

ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা জহর হাসান সাগর জানান, শুধু রক্তদান নয়, মানবতার পাশাপাশি পরিবেশের প্রতিও দায়বদ্ধতা তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য।

তিনি আরো বলেন, আমরা প্রথম ধাপে ৩০০ শত চারা ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ আজ দ্বিতীয় ধাপে আমরা ৩০০ চারা সাধারণ মানুষের মাঝে রোপণ-ও বিতরণ করছি। বছরের বিভিন্ন সময়ে পরপর আরও কয়েক দফা বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ভবিষ্যতে স্কুল-কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারদের মাঝে ফলজ গাছ বিতরণ কর্মসূচিও চলমান থাকবে।

কর্মসূচি শেষে সংগঠনের সদস্যরা এলাকাবাসীর সাথে মিলিতভাবে রাস্তার পাশে রোপিত চারাগুলোর সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন এবং সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনায় অন্তত একটি গাছ লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে হাজরা কাটি ব্লাড ব্যাংকের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক কর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ