মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

থানচিতে শিক্ষার স্বার্থে শিক্ষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে : এডভোকেট উবাথোয়াই

চিংথোয়াই অং মার্মা, থানচি: কিছু ইতিবাচক নীতির থাকলে শিক্ষা অগ্রগতি কেউ থামিয়ে রাখতে পারবে না। কেন না? তিন পার্বত্য জেলাতে বান্দরবানেই শিক্ষা হার কম, পিছিয়ে পড়ার থানচিতে সবকিছু সংকট কাটিয়ে উঠতে পারলে শিক্ষা ক্ষেত্রেই একটা রোল মডেল হিসেবে দাঁড় করাতে পারি। এক্ষেত্রে যেভাবে শিক্ষকরা নিজেকে উজার করে দিয়ে প্রতিষ্ঠানে স্বার্থের নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে বান্দরবানের থানচিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি’র বক্তব্যের এসব কথা বলেছেন– জেলা পরিষদের সদস্য ও এডভোকেট উবাথোয়াই মারমা।

তিনি আরো বলেন, শিক্ষা অগ্রগতি নীতির প্রসারিত করতে এলাকার জনপ্রতিনিধি, অভিভাবক, সমাজের নেতা ও জনগণের মিলে ইতিবাচক পরিকল্পনা নিয়ে আগাতে পারি, তবেই শিক্ষা ব্যবস্থার জেলা শহরে মধ্যে একটা রোল মডেল আকারে দাঁড়াতে পারবো।

অতিথি’র বক্তব্যের জেলা পরিষদের সদস্য ও এডভোকেট উবাথোয়াই মারমা তিনি আরো বলেছেন– ছাত্র–জনতার এক অভ্যুত্থানে শাসক দলকে বিদায় নিতে হয়েছে। দেশের ক্রান্তিলগ্নে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। অসাম্প্রদায়িক, সুন্দর, ন্যয়–নিষ্ঠাসম্পন্ন সমাজ গঠন করার জন্য মানসিকতা, মূল্যবোধ ইত্যাদিতে পরিবর্তন আনা সর্বাগ্রে জরুরি। মনন আর মানসিকতা, চিন্তার, রুচিবোধ যদি পরিবর্তন না হয়, তাহলে একটি সভ্য সমাজ তৈরি করা অত্যন্ত দুরূহ কাজ হবে। চিন্তা আর মনন গঠনের জন্য সর্বপ্রথম আমাদের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এবং শিক্ষার্থীদের পড়ালেখায় পথচলার আগামী দিনের সুন্দর ও সফল হোক কামনা করেন তিনি।

রবিবার দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই সংবর্ধনা অনুষ্ঠানে থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানার অফিসার নাছির উদ্দিন মজুমদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, মৈত্রী শিশু সদন এর পরিচালক উঃ বিচারা ভান্তে, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম) প্রমূখ। এছাড়াও শান্তিরাজ ধর্মপল্লী পাল পুরোহিত ফাদার নিকোলাস নকরেক সিএসসি, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জমীর উদ্দীন, রেমাক্রী উচ্চ স্কুলের প্রধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরা’ সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ