
খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুর জেলার ফুলবাড়ী থানা আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
রোববার পরিদর্শনকালে তিনি থানায় আগত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং প্রত্যাশিত সেবা পাচ্ছে কি না সে বিষয়ে খোঁজখবর নেন।
এসময় পুলিশ সুপার থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, সেবা প্রত্যাশীদের সমস্যাকে সহানুভূতির সাথে বিবেচনা করে যথাযথ আইনি সহায়তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি থানার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য তিনি দিকনির্দেশনা প্রদান করেন।
স্থানীয়রা পুলিশ সুপারের এ আকস্মিক পরিদর্শনকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, এর ফলে থানার সেবার মান আরও উন্নত হবে।