
খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুরের খানসামায় রাবার ড্যাম পারাপারের সময় নদীতে পড়ে দুই যুবক নিখোঁজ রয়েছেন।
শনিবার বিকেলে উপজেলার ভাবকী ইউনিয়নের বাঘার মোড়ে বেলান নদীর ওপর নির্মাণাধীন রাবার ড্যাম পারাপারের সময় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দু’জন হলেন- ভাবকী ইউনিয়নের আগ্রা এলাকার পাইকপাড়ার তরণী কান্ত রায়ের ছেলে বঙ্গকেশর রায় ও একই এলাকার জিতেন্দ্রনাথ রায়ের ছেলে জয়ন্ত রায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে ফেরার পথে দুজনই রাবার ড্যাম পারাপারের সময় পা পিছলে বেলান নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করলেও তাদের খোঁজ পাওয়া যায়নি। এর মাঝে খানসামা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়া হয়। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকতা আবু সায়েম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। নদীতে স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। এছাড়া রংপুরের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। আমরা আশা করছি, তারা আসলে নিখোঁজদের উদ্ধার করতে সক্ষম হব।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসলে উদ্ধার কাজ শুরু হবে।












