
খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও চৌরাস্তার ১ নং ওয়ার্ড, ৪ নং ইউনিয়নের অধিবাসী মো. লাবলু তার প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্ত সন্তানের চিকিৎসার জন্য অর্থ সহায়তার প্রয়োজন।
সন্তানের শারীরিক অবস্থার কারণে সে কথা বলতে বা হাঁটতে পারে না এবং সবসময় হুইলচেয়ারে বসে থাকতে হয়। তবে বর্তমানে তার হুইলচেয়ারটি অবস্থা ভালো নয়। পরিবর্তনের প্রয়োজন।
লাবলু জানিয়েছেন, চিকিৎসা ও প্রয়োজনীয় সরঞ্জামের খরচ বহন করার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। তার এই অসহায় অবস্থায় কোনো সহৃদয় ব্যক্তি যদি সহায়তার হাত বাড়িয়ে দিতে চান, তবে বিকাশ ও নগদ নম্বর ০১৭৮৫৩৬১০৫৭-এর মাধ্যমে সহায়তা পাঠানো যাবে।
এছাড়া যারা সরাসরি তাদের বাসায় গিয়ে সাহায্য করতে ইচ্ছুক, তাদের জন্য ঠিকানা: আটগাঁও চৌরাস্তা, ১ নং ওয়ার্ড, ৪ নং ইউনিয়ন, বোচাগঞ্জ, দিনাজপুর।
মো. লাবলু তার সন্তানের চিকিৎসার জন্য সমাজের সহৃদয়বান মানুষের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন, যাতে তার সন্তান কিছুটা হলেও স্বস্তি পেতে পারে।












