বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে সাবেক অর্থমন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সাবেক নৌ -পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ ১২৬ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুর আড়াইটায় দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম এর আদালতে এই চাঞ্চল্যকর মামলাটি দায়ের করা হয়েছে।

এছাড়াও মামলায় অন্যতম সাবেক জাতীয় সংসদের হুইপ ইকবালু রহিম, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক, সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর নাম আসামি হিসেবে তালিকাভুক্ত রয়েছে।

মামলার বাদী দিনাজপুর সদর উপজেলার দাড়াইল গ্রামের মমতাজুর রহমানের স্ত্রী মাহবুবা আক্তার তার ছেলে ভুক্তভোগী মুবাশ্বের রহমান গুলিবিদ্ধ ও আহত হওয়ার ঘটনার অভিযোগ উপস্থাপন করে মামলাটি দায়ের করেছেন।

গত ৪ আগস্ট দিনাজপুর সদর জেনারেল হাসপাতালের সম্মুখে মোবাশ্বের সহ অসংখ্য লোকজন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয়। ওইদিন দুপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা ও গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনার অভিযোগ উপস্থাপন করে মামলাটি আদালতে দায়ের করেছেন।

বাদী তার মামলায় অভিযোগ করেন, গত ৪ আগস্ট দিনাজপুর সদর জেনারেল হাসপাতালের সম্মুখে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলা- কালীন আওয়ামী লীগ নেতা-কর্মীরা আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণ এবং লাঠিসোঁটা নিয়ে মারপিট করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ওই হামলায় বাদীর পুত্র ভিকটিম মোবাশ্বের সহ আন্দোলনে অংশ নেওয়া বেশ কিছু সংখ্যক ছাত্র- জনতা গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়।

বাদীর ছেলেকে ওই দিন আসামিরা সদর হাসপাতালে ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য ভর্তি করতে বাধা দেয়। ফলে বাদী পুত্র ভিকটি মোবাশ্বের তার বাড়িতে থেকে ব্যক্তিগত ভাবে চিকিৎসা নিয়েছে। এরপর গত ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত বাদীর পুত্র মোবাশ্বের সদর হাসপাতালে বহি বিভাগে চিকিৎসা নিয়েছেন। মোবাশ্বের নিজের বাড়িতে থেকে দীর্ঘ সময় চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।

ঘটনার পর বাদীর পুত্র অসুস্থ থাকায় এই ঘটনায় মামলা দায়ের করতে পারে নাই। বর্তমানে ভিকটিম মোবাশ্বের এর মাতা মাহবুবা আক্তার বাদী হয়ে দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১২৬ জন স্বামীর নাম উল্লেখ করে মামলাটি দায়ী করেছেন।

মামলাটি বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

উল্লেখ্য, যে গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে এ পর্যন্ত ২৮টি মামলা থানায় এবং আদালতে দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ