
খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা নিতে এসে নানা ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। রোগীদের অভিযোগ, দালাল চক্র, আনসার ও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অত্যাচারে হাসপাতালের পরিবেশ মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে।
জরুরি বিভাগে রোগীদের টলিতে বা হুইল চেয়ারে বহন করার নামে প্রতিটি সেবার জন্য ১০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অনেক সময় তারা সতর্ক রোগীদের কাছ থেকেও ৫০ থেকে ১০০ টাকা আদায় করছে। রোগীদের দুর্বলতার সুযোগ নিয়ে এ ধরনের অন্যায় অর্থ আদায় যেন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে।
ঔষধ কোম্পানির প্রতিনিধিরা হাসপাতালের ভেতরে রোগীদের ওপর চাপ সৃষ্টি করছে। তাদের কার্যকলাপ এতটাই দাপুটে যে, আনসার সদস্যদের উপস্থিতিতেও তারা নিজেরা সুবিধাজনক অবস্থানে থাকে। অভিযোগ রয়েছে, পুলিশ আসলে আনসাররা তাদের সরিয়ে দিলেও পরে উপহারস্বরূপ কলম, ঔষধ ও অর্থের বিনিময়ে আবার তাদের কাজ চালিয়ে যেতে সাহায্য করছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা মানুষদের একাংশ এই অন্যায় আচরণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ বিষয়ে কঠোর নজরদারি ও সমাধানের আহ্বান জানাচ্ছেন।
এই ভোগান্তির মুখোমুখি আপনিও হয়েছেন? দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই সমস্যাগুলোর সমাধানে আমরা সংশ্লিষ্টদের জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।