মঙ্গলবার, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর সীমান্তে পাচারকালে ৩ জন আটক

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জ সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সকালে বিজিবি আটককৃতদের বিরল থানায় সোপর্দ করে, তাদের বিরুদ্ধে মানব পাচার ও পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়।

আটককৃতদের মধ্যে আছেন বিরলের ধর্মপুর ইউনিয়নের সাতদাগ কান্দাপাড়া গ্রামের মানবপাচারকারী হেলাল পারভেজ পায়েল (২৭), বোচাগঞ্জের মোল্লাপাড়া গ্রামের মৃত কান্ত দে’র ছেলে শ্রী বিরেন ভদ্র (৪০), এবং দিনাজপুর সদরের বড়বন্দর চুড়িপট্টি এলাকার হরিপদ রায়ের মেয়ে ভারতী রাণী রায় (৪৫)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি টহল দল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সাতদাগ (কান্দাপাড়া) এলাকায় অভিযান চালায়। অভিযানস্থল এনায়েতপুর বিওপি’র ৩২১ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলার থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। সেখান থেকে দুইজনকে আটক করা হয়, যাদের মধ্যে একজন মানব পাচারকারী এবং অপরজন সাধারণ বাংলাদেশি নাগরিক।

এছাড়া, বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের পরমেশরপুর বিওপির সদস্যরা ৩৩১ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলার এলাকা থেকে ভারতী রাণী রায়কে (৪৫) পৃথকভাবে আটক করে।

৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম জানিয়েছেন, আটককৃতরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বুধবার সকালে তাদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মানব পাচার ও পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই অভিযান বিজিবির মানবপাচার বিরোধী প্রচেষ্টার অংশ হিসেবে পরিচালিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ